বিশ্বের শীর্ষ ধনী নারী
প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২০ ২৩:৪০
আপডেট:
৫ সেপ্টেম্বর ২০২০ ০০:০০

বিশ্বের ধনী নারীর তালিকার শীর্ষে উঠে এলেন সমাজসেবী, লেখক ও আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কট।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে, বর্তমানে ম্যাকেঞ্জির মোট সম্পদের পরিমাণ ৬৮ বিলিয়ন। ফলে এর আগে তালিকার শীর্ষে থাকা বিশ্বখ্যাত প্রসাধনী সামগ্রী প্রতিষ্ঠান লরিয়েল- এর উত্তরাধিকারী ফ্রাঙ্কো বেটেনকোর্ট মায়ার্সকেও ছাড়িয়ে গেলেন তিনি।
২০১৯ এ জেফ বেজোসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের সময় অ্যামাজনে থাকা তার শেয়ারের ৪ শতাংশ পান ম্যাকেঞ্জি। এ সময় এর বাজারমূল্য ছিল সাড়ে তিন হাজার কোটি ডলারেরও বেশি। ওই সম্পদই সম্প্রতি পুঁজিবাজারে কোম্পানিটির মূল্যায়ন উত্থানের কারণে আরও বেড়েছে। ফলে শুধু শীর্ষ ধনী নারীই নন, বর্তমানে নারী-পুরুষ মিলিয়ে বিশ্বের ১২তম শীর্ষ ধনী তিনি।
গেল জুলাইয়ে ১১৬টি প্রতিষ্ঠানকে ১৭০ কোটি ডলার দানের ঘোষণা দেন ম্যাকেঞ্জি স্কট। এর মধ্যে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের ঐতিহাসিক চারটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ও ছিল।
গত বছরে অতি ধনীদের নিজের সিংহভাগ সম্পদ দান করে দেয়ার পদক্ষেপ ‘গিভিং প্লেজ ইনিশিয়েটিভ’-এ নাম লেখান ম্যাকেঞ্জি স্কট। এর উদ্যোক্তা ওয়ারেন বাফেট ও বিল গেটস। এটি বিশ্বের শীর্ষ ধনীদের অধিকাংশ সম্পদ জনহিতকর দাতব্য কাজে দানে উৎসাহিত করে। তবে বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস এতে নাম লেখাননি।
এদিকে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছেন স্পেস এক্সের প্রতিষ্ঠাতা এলন মাস্ক।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের দেয়া তথ্য অনুযায়ী, গত সোমবার সম্পত্তির অংকের ভিত্তিতে জাকারবার্গকে হারিয়ে দিয়েছেন মাস্ক। ওইদিন জাকারবার্গের মোট সম্পত্তির পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ৯ লাখ ৩৯ হাজার ১৯২ কোটি টাকা। তাকে টেক্কা দিয়েছেন এলন মাস্ক।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: