বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


আল-আকসায় হামলা হলে পরিণতি ভয়াবহ হবে, ইসরায়েলকে জর্ডানের হুমকি


প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৩ ১৮:৩৮

আপডেট:
২৪ এপ্রিল ২০২৫ ১৫:৪১

 ফাইল ছবি

পবিত্র আল-আকসা মসজিদে আবার হামলা হলে এর পরিণতি হবে ভয়াবহ। চরম উত্তেজনার মধ্যে ইসরায়েলকে হুমকি দিয়েছে আল-আকসার দায়িত্বে থাকা দেশ জর্ডান। সিএনএন থেকে খবর।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যাম্বাসেডর সিনান আল-মাজালি শনিবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে বলেছেন, “ইসরায়েলি পুলিশ যদি মুসল্লিদের মসজিদ খালি করতে বাধ্য করার জন্য আবার হামলা চালায়, মসজিদে প্রবেশের চেষ্টা করে, তাহলে বিষয়টি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে এবং সহিংসতার দিকে নিয়ে যাবে, যার মূল্য দিতে হবে সবাইকে।”

তিনি আরও বলেছেন, ‘এই পবিত্র সময়ে যদি আল-আকসা মসজিদে ইসরায়েলি অনুপ্রবেশ বন্ধ না হয় এবং ইবাদতকারীদের ভয়ভীতি প্রদর্শন বন্ধ না হয়, তাহলে জেরুজালেম এবং ফিলিস্তিনির দখলকৃত অঞ্চলগুলোতে সংঘর্ষ বাড়ার সব দায় ইসরায়েলি সরকারকে নিতে হবে।’

জর্ডান এমন হুমকি দেওয়ার পর একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা দাবি করেছে, ‘আল-আকসার ভেতর যারা নিজেদের অবরুদ্ধ করে রাখছে, তারা বিপজ্জনক। তারা হামাস এবং অন্যান্য উগ্র দলগুলোর দ্বারা অনুপ্রাণিত।’

এছাড়া জর্ডানের নিয়োগকৃত ওয়াকফ গার্ডকে মসজিদের ভেতর থাকা মানুষদের সরিয়ে দেওয়ার আহ্বানও জানিয়েছে তারা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির পর আর কোনো মন্তব্য করেনি জর্ডান।

গত বুধবার আল-আকসা মসজিদের ভেতর দুইবার হামলা চালায় ইসরায়েলি পুলিশ। ওইদিন অনেক মুসল্লি মসজিদের ভেতর অবস্থান নেন। তাদের সরিয়ে দিতে মসজিদের ভেতর ঢুকে ব্যাপক হামলা ও মারধর শুরু করেন পুলিশ সদস্যরা।

শনিবার (৮ এপ্রিল) আবারও অনেকে কোনো কারণ ছাড়া আল-আকসার ভেতর অবস্থান নিচ্ছে বলে দাবি করেছে ইসরায়েলের পুলিশ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top