আমিরাতে লটারিতে পৌনে তিন কোটি টাকা জিতলেন প্রবাসী
প্রকাশিত:
১০ এপ্রিল ২০২৩ ০১:৪৯
আপডেট:
২৪ এপ্রিল ২০২৫ ১৫:৪৪

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত আমিরাতি মিলিয়ন দিরহাম মাহজুজ লাইভ ড্র-এর সর্বশেষ সাপ্তাহিক বিজয়ী হয়েছেন ভারতীয় এক প্রবাসী।
শনিবার স্থানীয় সময় রাত ৯টায় অনুষ্ঠিত লটারির ড্রতে ওই ভারতীয় প্রবাসী আমিরাতি ১০ লাখ দিরহাম (বাংলাদেশি প্রায় ২ কোটি ৮৬ লাখ ২৩ হাজার ৮৩৯ টাকা) জিতেছেন।
রোববার আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতে মিলিয়ন দিরহাম মাহজুজ লাইভ ড্রতে ১০ লাখ দিরহামের প্রথম পুরস্কার জিতেছেন ভারতীয় প্রবাসী রিনজা।
চলতি সপ্তাহের ড্রতে ৯৯৫ জন অংশগ্রহণকারী পুরস্কার পেয়েছেন। এই বিজয়ীদের সবাই মিলে মোট ১৪ লাখ ৪৩ হাজার আমিরাতি দিরহামের পুরস্কার পেয়েছেন।
তবে ড্রতে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন যৌথভাবে ২১ জন অংশগ্রহণকারী। তারা পুরস্কারের অর্থ হিসেবে মোট ২ লাখ দিরহাম পেয়েছেন।
এবারে পবিত্র রমজান মাস হিসেবে লটারি বিজয়ীদের স্বর্ণ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন পরিমাণের স্বর্ণ পুরস্কার হিসেবে পাবেন। তবে সৌভাগ্যবান একজন বিজয়ীর আগামী সপ্তাহে ৪০০ গ্রাম স্বর্ণ পাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
মাহজুজ লাইভ ড্র-এর শীর্ষ পুরস্কার ২ কোটি আমিরাতি দিরহাম। তবে এখন পর্যন্ত বহুল আকাঙ্ক্ষিত প্রথম পুরস্কার বিজয়ীকে পাওয়া যায়নি। আগামী শনিবার আমিরাতের স্থানীয় সময় রাত ৯টার দিকে আবারও এই লটারির ড্র অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মাহজুজ লাইভ ড্র-এর ওয়েবসাইটে ৩৫ দিরহামের বিনিময়ে একটি পানির বোতল কিনে নিবন্ধন করতে পারেন অংশগ্রহণকারীরা। সৌভাগ্যবান শীর্ষ বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন ২ কোটি আমিরাতি দিরহাম। আর প্রতি সপ্তাহের ড্রতে একজন করে অংশগ্রহণকারী কোটিপতি হওয়ার সুযোগ পাব্নে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: