বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


আপেলের জুস নিয়ে বিমানবন্দরের তিন কর্মকর্তাকে তরুণীর মারধর


প্রকাশিত:
১ মে ২০২৩ ০১:০৬

আপডেট:
২৪ এপ্রিল ২০২৫ ১৫:৪৪

 ফাইল ছবি

আপেলের জুস কেড়ে নেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরের তিন কর্মকর্তাকে মারধর করেছেন এক তরুণী।

আপেলের জুস কেড়ে নেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরের তিন কর্মকর্তাকে মারধর করেছেন এক তরুণী। পরে বিমানবন্দরের কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই তরুণীকে গ্রেপ্তারের নথির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফোয়েনিক্স স্কাই হারবার ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) কর্মকর্তাদের ওপর হামলা চালান ১৯ বছর বয়সী মাকিয়াহ কোলম্যান নামের ওই তরুণী।

আদালতের নথিতে বলা হয়েছে, বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় তার কাছে আপেলের জুস পাওয়া যায়। নিরাপত্তা কর্মকর্তারা আপেলের জুস কেড়ে নেওয়ায় কোলম্যান বিরক্ত হন।

বিমানে কোনও ধরনের জুসই পরিবহন করার নিয়ম নেই। প্রতিবেদন অনুযায়ী, পরে ১৯ বছর বয়সী ওই তরুণী চিৎকার করতে শুরু করেন এবং ডাস্টবিন থেকে আপেল জুস তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় টিএসএর একজন কর্মকর্তা তাকে বাধা দেন।

ইন্ডিপেনডেন্ট বলছে, এর পরপরই কোলম্যান সেখানে উপস্থিত অন্যান্য কর্মকর্তাদের ওপর হামলা চালান। তিনি একজন নিরাপত্তা কর্মীর কনুইয়ে কামড় দেন, একজনের মাথায় আঘাত করেন এবং তৃতীয় একজনের চুলের ঝুঁটি ধরে টানা-হেঁচড়া করেন।

এই ঘটনার কয়েক মিনিটের মধ্যে ফোয়েনিক্স পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কোলম্যানকে গ্রেপ্তার করে। পরে কোলম্যানকে সাড়ে ৪ হাজার ডলার জরিমানা করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে কয়েকটি অপরাধের অভিযোগ আনা হয়েছে।

বিমানবন্দরের কর্মকর্তারা বলেছেন, টিএসএসএর দুই কর্মকর্তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে তারা কী ধরনের জখমের চিকিৎসা নিয়েছেন তা প্রকাশ করা হয়নি।

এক বিবৃতিতে ফোয়েনিক্স স্কাই হারবার ইন্টারন্যাশনাল বিমানবন্দরের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা ডেভিড পেকোসকি বলেছেন, বিনা উসকানিতে আমাদের কর্মীদের ওপর এ ধরনের নির্লজ্জ শারীরিক আক্রমণ অগ্রহণযোগ্য।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top