গলায় আটকালো পাঁচ টাকার কয়েন
প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২০ ১৫:৫৮
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৬:০১

পাঁচ টাকার একটি কয়েন আটকে যাওয়ার পর পাঁচ ঘণ্টার চেষ্টায় তা বের করলেন চিকিৎসকরা। বাঁচলো একটি প্রাণ। এমন ঘটনা ঘটেছে ভারতের আসানসোলে।
জানা গেছে, আসানসোল দক্ষিণ থানার বরাচকের বাসিন্দা অরূপ পালের ছেলে অয়ন পাল রোববার বিকালে একটা পাঁচ টাকার কয়েন মুখে রেখেছিল। খেলতে খেলতে অসাবধানতার কারণে হঠাৎই অয়নের গলায় ঢুকে শ্বাসনালীতে আটকে যায় কয়েনটি। ছটফট করতে থাকে ১৩ বছরের অয়ন। তাকে দেখানো হয় ইএনটি সার্জন বীরেশ্বর মণ্ডলকে। রোগীকে দেখেই সোমবার সকালেই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন তিনি।
চিকিৎসক বীরেশ্বর মণ্ডল জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে যেকোনও অস্ত্রোপচার করার আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক। কিন্তু অয়নের যা অবস্থা ছিল, তাতে করোনা পরীক্ষা করাতে গেলে শ্বাসনালীতে আটকে থাকা কয়েনের কারণে ওর মৃত্যুও হতে পারত। তাই ঝুঁকি নিয়েই করোনা পরীক্ষা না করেই অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
শেষ পর্যন্ত কয়েনটা রের করা হয়েছে। প্রায় ৪৫ মিনিট চেষ্টা করার পর সফল হয়েছে অস্ত্রোপচার।
সূত্র: দ্য ওয়াল
সম্পর্কিত বিষয়:
ভারত
আপনার মূল্যবান মতামত দিন: