বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


দুই যুবককে উল্টো ঝুলিয়ে মারধরের পর ধরিয়ে দেওয়া হলো আগুন


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২৩ ০১:২৫

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ১৪:৩০

 ফাইল ছবি

এ যেন মধ্যযুগীয় বর্বরতা! দুই যুবকের পা রশি দিয়ে বেঁধে গোয়ালঘরে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হল। বর্বরতার সীমা ছাড়িয়ে তাদের নিচে ধরিয়ে দেওয়া হল আগুন। তারপর মারধর। দুই যুবককে এমন রোমহর্ষক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়েছে।

ভারতের তেলেঙ্গানার মাঞ্চেরিয়াল জেলার বাসিন্দা ওই দুই যুবকের বিরুদ্ধে একটি ছাগল চুরির অভিযোগ এনে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে সেখানকার একদল গ্রামবাসী।

ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, দুই যুবককে হত্যার চেষ্টা ও তফশিলি জাতির বিরুদ্ধে নৃশংসতার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে তেলেঙ্গানা পুলিশ।

দেশটির এই সংবাদমাধ্যম বলছে, মাঞ্চেরিয়াল জেলার একটি খামারে কাজ করতেন এক দলিত যুবক ও তার বন্ধু। সেখান থেকে একটি ছাগল এবং একটি লোহার পাইপ চুরি হয়ে যায়। এই চুরির সাথে জড়িত সন্দেহে খামারের মালিক দলিত যুবক ও তার বন্ধুকে গোয়ালঘরে বেঁধে নির্মমভাবে মারধর করেন। গত ১ সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। পরে আত্মীয়-স্বজনরা তাদের আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

শনিবার দলিত যুবকের পরিবার পুলিশের কাছে মারধরের সাথে জড়িত ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তেলেঙ্গানা পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৪২ (অন্যায়ভাবে আটকে রাখা) এবং ৩০৭ (খুনের চেষ্টা) ছাড়াও এসসি, এসটি (নির্যাতন প্রতিরোধ) আইনে মামলা নথিভুক্ত করেছে।

তদন্তের পর পুলিশ অভিযুক্ত ব্যক্তি, তার স্ত্রী এবং তাদের ছেলেসহ অন্য একজনকে গ্রেপ্তার করেছে বলে তেলেঙ্গানার জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন।

পুলিশ বলছে, কয়েকদিন আগে অভিযুক্ত খামার মালিকের একটি ছাগল হারিয়ে যায়। আর গত সপ্তাহে একই স্থান থেকে একটি লোহার পাইপ চুরি যায়। সেই চুরির ঘটনায় ওই দলিত যুবক ও তার বন্ধু জড়িত বলে সন্দেহ করেন তিনি। পরে তাদের আটক করে পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে ব্যাপক মারধর করেন তিনি।

উল্লেখ্য, চলতি মাসেই দেশটির আরেক রাজ্য মহারাষ্ট্রের আহমেদনগর জেলার একটি গ্রামে ছাগল ও কবুতর চুরির সাথে জড়িত সন্দেহে একই কায়দায় চার দলিত ব্যক্তিকে গাছে উল্টো ঝুলিয়ে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। সেই ঘটনারও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করলেও অন্য ৫ জন পলাতক রয়েছেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top