বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


নাগোর্নো-কারাবাখে জ্বালানি ডিপোতে বিস্ফোরণে নিহত ২০, আহত ৩০০


প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৭

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২২:৪৩

ছবি সংগৃহীত

আজারবাইজানের নাগোর্নো-কারাবাখ এলাকায় জ্বালানি ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক শ। স্থানীয় আর্মেনিয়ান কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ৩০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েক ডজনের অবস্থা এখনো আশঙ্কাজনক। গত সপ্তাহেই নাগোর্নো-কারাবাখ এলাকা আজারবাইজানের দখলে যায়। এরপর থেকে হাজার হাজার জাতিগত আর্মেনিয়ানরা ওই এলাকা ছাড়তে যেতে শুরু করেছে। ইতিমধ্যে ১৩ হাজার ৩৫০ জন শরণার্থী ছিটমহলটি ছেড়ে আর্মেনিয়ায় পাড়ি জমিয়েছে। এলাকাটিতে এক লাখ ২০ হাজার জাতিগত আর্মেনিয়ানের বসবাস ছিল

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওই এলাকায় জাতিগত নিধন চলছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কারবাখের প্রধান শহর স্টেপানাকার্টে গতকাল সোমবার ঠিক কী কারণে এ বিস্ফোরণ হয়েছে তার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

স্থানীয় মানবাধিকার কর্মী গেগহাম স্টিপানিয়ান এক্স-এর (সাবেক টুইটার) মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, স্টেপানাকার্টের একটি পেট্রোল স্টেশনে বিস্ফোরণে ২০০ এর বেশি মানুষ মারাত্মকভাবে আহত হয়েছে।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ঘটনাস্থল থেকে অজ্ঞাত ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে আরও সাতজন মারা গেছে।


সম্পর্কিত বিষয়:

বিস্ফোরণ টুইটার

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top