বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


১৭৫৬ শিশুসহ চার হাজার ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল


প্রকাশিত:
২১ অক্টোবর ২০২৩ ১৭:৪২

আপডেট:
২২ অক্টোবর ২০২৩ ০৯:৫০

ইসরায়েলি বিমান হামলায় নিহত ছোট ভাইকে জড়িয়ে বিলাপ করছেন একজন ফিলিস্তিনি নারী। ছবি: আল-জাজিরা

হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণে ইসরায়েলের হামলায় অবরুদ্ধ গাজা স্ট্রিপে এখন পর্যন্ত ৪ হাজার ৩৮৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ১৭৫৬ শিশু এবং ৯৬৭ জন নারী রয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৩ হাজার ৫৬১ জন বেসামরিক ফিলিস্তিনি নাগরিক। খবর আল-জাজিরার

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় নিহতদের ৭০ শতাংশই শিশু এবং নারী। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

এদিকে ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলা ও তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তাদের দেশে নিহত মানুষের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন ৪ হাজার ৬২৯ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩৬৩ সেনা ও পুলিশ সদস্য।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top