বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


গাজায় ইসরায়েলি সেনাদের মৃত্যু ৫০ ছাড়াল


প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২৩ ১৬:৪৮

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ০৩:০৪

ছবি সংগৃহীত

ইসরায়েলের সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল অভিযানে অংশ নেওয়া আরও ২ সেনা নিহত হয়েছেন। নতুন করে আরও দুইজন নিহত হওয়ার মাধ্যমে গাজায় ইসরায়েলি সেনাদের মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়ে ৫১ জনে পৌঁছেছে।

গত ২৮ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) যে দুজনের মৃত্যুর কথা বলা হয়েছে তারা গাজার দক্ষিণাঞ্চলে নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিহত সেনারা সাঁজোয়া কর্পসের ৪০১তম ব্রিগেডের সদস্য ছিলেন। তারা গাজার উত্তরাঞ্চলে যুদ্ধ করার সময় গুরুতর আহত হন। পরবর্তীতে তাদের মৃত্যু হয়।

গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলার প্রতিশোধ নিতে ওইদিন থেকেই গাজায় নির্বিচারে বিমান হামলা শুরু করে ইসরায়েল। এরপর ২৮ অক্টোবর শুরু হয় স্থল অভিযান। যা এখনো অব্যাহত আছে।

ইসরায়েলি সেনাদের এসব নির্বিচার হামলায় এখন পর্যন্ত ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ৭ হাজার ৯০০ জন হলেন নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন প্রায় ৩০ হাজার মানুষ।

ইসরায়েলের হামলায় হাজার হাজার মানুষ নিহত হওয়ার পাশপাশি অসংখ্য ঘর-বাড়ি. মসজিদ, গির্জা ধ্বংস হয়েছে।

অপরদিকে হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছেন। যদিও প্রথমে ইসরায়েল তাদের ১ হাজার ৪০০ নাগরিকের মৃত্যুর তথ্য জানিয়েছিল। কিন্তু পরবর্তীতে সেই সংখ্যা কমিয়ে ১ হাজার ২০০-তে নিয়ে আসা হয়।

সূত্র: আনাদুলু নিউজ


সম্পর্কিত বিষয়:

#জাতিসংঘ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top