জাপানে ৮ আরোহী নিয়ে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত
প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২৩ ১৬:৩৫
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৮:৩৯

জাপানে ৮ আরোহী নিয়ে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির ইয়াকুশিমা দ্বীপে বিমানটি বিধ্বস্ত হয়। জাপানি কোস্টগার্ড জানিয়েছে, এক আরোহীকে খুঁজে পাওয়া গেছে। তবে আরোহীদের অবস্থা স্পষ্ট নয়।
কর্মকর্তারা জানিয়েছেন, ইয়াকুশিমার কাছে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। কাগোশিমা প্রশাসনিক অঞ্চলের ইয়াকুশিমা জাপানের কিউশু দ্বীপের দক্ষিণে অবস্থিত। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমন খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়েছে, সিভি-২২ ওস্প্রে নামের এয়ারক্র্যাফটটি ইয়ামাগুচি অঞ্চলের ইওয়াকুনি ঘাঁটি থেকে ওকিনাওয়ার কাদেনা ঘাঁটির দিকে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। জরুরি কারণে ইয়াকুশিমা বিমানবন্দরে অবতরণের চেষ্টার সময় সেটার বাম ইঞ্জিনে আগুন ধরে যায়।
ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।ওস্প্রে হলো এমন একধরনের উড়োজাহাজ যা হেলিকপ্টার ও টার্বোপ্রপ হিসেবে কাজ করে।
গত কয়েক বছরে এ ধরনের বিমান বেশ কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে। গত আগস্টে সামরিক মহড়ার সময় আরেকটি ওস্প্রে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজে থাকা ২৩ জনের মধ্যে তিন মার্কিন নৌবাহিনীর সদস্যের মৃত্যু হয়।
এর আগে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের উপকূলে অবতরণের চেষ্টা করার সময় ২০১৭ সালেও ওস্প্রে দুর্ঘটনায় তিন নৌবাহিনীর সদস্যের মৃত্যু হয়েছিল।
সম্পর্কিত বিষয়:
জাপান
আপনার মূল্যবান মতামত দিন: