বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


হামাসের হামলায় একসঙ্গে আট ইসরায়েলি সেনার মৃত্যু


প্রকাশিত:
২০ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৬

আপডেট:
১২ মার্চ ২০২৫ ০৯:৫০

ফাইল ছবি

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের তাল আজ-জাতারে তাদের চালানো রকেট হামলায় একসঙ্গে আট ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর ২৮ অক্টোবর গাজায় ট্যাংকসহ অন্যান্য সাঁজোয়া যান নিয়ে ঢুকে পড়েন হাজার হাজার ইসরায়েলি সেনা। তারা প্রথমে গাজার উত্তরাঞ্চলে অভিযান চালায়। এরপর যায় দক্ষিণাঞ্চলে। উত্তরাঞ্চলে হামাসকে দুর্বল করে দেওয়ার দাবি করে আসলেও; সেখানে প্রতিনিয়ত হামাসের যোদ্ধাদের হামলার মুখোমুখি হতে হচ্ছে তাদের।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অবশ্য একসঙ্গে আট সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

তবে আইডিএফের তথ্য অনুযায়ী, স্থল অভিযানে অংশ নিয়ে এখন পর্যন্ত ১৩২ সেনার মৃত্যু হয়েছে। যদিও তারা আহতের সংখ্যা প্রকাশ করেনি।

ইসরায়েলি হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গাজায় স্থল অভিযানে অংশ নেওয়া সেনাদের মধ্যে ৫ হাজার জন আহত হয়েছেন। যার মধ্যে ৩ হাজার সেনার হাত-পা গুরুতর জখম হয়েছে। আহত ৫ হাজার সেনার মধ্যে ২ হাজার জনকে যুদ্ধ করার জন্য অক্ষম হিসেবেও ঘোষণা করেছে আইডিএফ।

যুক্তরাষ্ট্রের ও ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাতে জানিয়েছে, তাদের হামলায় এখন পর্যন্ত হামাসের ৫ হাজার যোদ্ধা নিহত হয়েছেন। ধারণা করা হয়, গাজায় হামাসের প্রশিক্ষিত ৩০ হাজার যোদ্ধা রয়েছে।


সম্পর্কিত বিষয়:

ফিলিস্তিনি

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top