বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


পাকিস্তানে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে বিস্ফোরণ, নিহত ১২


প্রকাশিত:
৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪১

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২৩:৫৮

ফাইল ছবি

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের পিশিন শহরে এক স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩০ জন।

ওই প্রার্থীর নাম আসফান্দ ইয়ার খান কাকার। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পিশিন শহরের খাজোনি এলাকায় দুপুর ১২টার দিকে ঘটেছে এই বিস্ফোরণ। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়েছে।

বিস্ফোরণের সময় কার্যালয়ে ছিলেন না আসফান্দ। ফলে সৌভাগ্যক্রমে অক্ষত আছেন তিনি।

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ইতোমধ্যে এ ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়ে বেলুচিস্তানের শীর্ষ সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) তলব করেছে।

আগামীকাল বুধবার সকাল থেকে পাকিস্তানজুড়ে শুরু হবে ১৬তম পার্লামেন্ট ইলেকশনের ভোটগ্রহণ। তার আগে ঘটল এই বোমা হামলা।

হামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে আইনের আওতায় আনতে বেলুচিস্তান পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসিপির এক কর্মকর্তা।

 


সম্পর্কিত বিষয়:

পাকিস্তান বোমা বিস্ফোরণ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top