শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


আফগানিস্তানে বরফ ধসে ৬ জনের প্রাণহানি


প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০২

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৭:৪৮

একটি আফগান ছেলে বাদাখশান প্রদেশের আরগো জেলায় তুষার বোঝাই পথে হাঁটছে। (এএফপি/ফাইল)

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে বরফ ধসে অন্তত ৬জন নিহত হয়েছেন। আটকা পড়েছে ৩০ জনেরও বেশি। সোমবার একজন প্রাদেশিক কর্মকর্তা এ কথা জানান। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নুরিস্তানের তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রাদেশিক প্রধান জামিউল্লাহ হাশিমি বলেন, এখনও তুষারপাত হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।

রবিবার রাতভর প্রদেশের তাতিন উপত্যকার নাক্রে গ্রামে দিয়ে তুষারপাত হয়। ঘর-বাড়ি গুলোকে দেখে মনে হয় যেন তুষাড়ের চাদরে ঢাকা। বৈরী আবহাওয়া প্রদেশে উদ্ধার অভিযানে বাধা সৃষ্টি করেছে, হেলিকপ্টারগুলি ক্ষতিগ্রস্ত এলাকায় অবতরণ করতে পারেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পাকিস্তানের সীমান্তবর্তী নুরিস্তানও আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সীমান্তের কাছে তুষারধসে ১২ জন নিহত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top