বুধবার, ২রা এপ্রিল ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


স্কুল-মসজিদ ফের বন্ধ

করোনার তৃতীয় ধাক্কা ইরানে


প্রকাশিত:
২ নভেম্বর ২০২০ ০১:১৬

আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০০:২৭

ফাইল ছবি

করোনাভাইরাসের তৃতীয় ধাক্কা লেগেছে ইরানে। দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় স্কুল, মসজিদ, ইউনিভার্সিটি, বিউটি সেলুন, ক্যাফে, জিম, মিউজিয়াম, থিয়েটার এবং সুইমিংপুল আগামী ১০ দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

আরব নিউজের খবরে বলা হয়েছে, ৩১টি প্রদেশের মধ্যে ২৫ প্রদেশে এই নির্দেশনা দেয়া হয়েছে।

তেহরানে বিউটি সেলুন, টিহাউস, সিনেমা হল, লাইব্রেরি এবং ফিটনেস ক্লাব আরও এক সপ্তাহ বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।

দেশটিতে থাকা উচ্চমাত্রার ঝুঁকি সম্পন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং যেখানে স্বাস্থ্য বিধি ভঙ্গ করা হয়েছে, সেসব প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে পুলিশ।

রোববার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত জানিয়েছেন, একদিনে ৭ হাজার ৭১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে ৬ লাখ ২০ হাজার ৪১৯ জন। এছাড়া এদিন ৪৩৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এ পর্যন্ত দেশটিতে মৃত্যুর সংখ্যা ৩৫ হাজার ২৯৮ জনে দাঁড়িয়েছে।

দেশটিতে সর্বপ্রথম চলতি বছরের ফ্রেবুয়ারিতে করোনাভাইরাসের সংক্রমণ ঘটে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি।


সম্পর্কিত বিষয়:

করোনাভাইরাস ইরান

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top