বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


এখনো রণবীরকে ভালোবাসেন, স্বীকার করলেন দীপিকা


প্রকাশিত:
২ জুন ২০২৪ ১০:৪৮

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:২৭

ফাইল ছবি

বলিউডের দুই জনপ্রিয় তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুরের প্রেম ছিল এক সময়ে ভক্তদের কাছে হট টপিক। সেই ভালোবাসা পরিণয়ের আগেই ভেঙে যায়। পরে তারা বন্ধু হয়ে থাকার ঘোষণা দেন। কিন্তু দীপিকা এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি এখনো রণবীরকে ভালোবাসেন।

অন্যদিকে রণবীরও বলেছিলেন যে, পরিবারের একজন সদস্যের মতোই তিনি দীপিকাকে ভালোবাসেন।

‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার ১১ বছর পূর্ণ করল। এই সিনেমা তখন জনপ্রিয়তার একটা আলাদা মাত্রায় পৌঁছে গিয়েছিল। তবে আরও একটি কারণে এটি চর্চার কেন্দ্র হয়ে উঠেছিল। আসলে সিনেমাটিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোনকে। অথচ তার আগেই প্রেমের সম্পর্ক ভেঙেছিল তাদের।

আর রোম্যান্টিক ধারার এই সিনেমার জন্য ব্রেক-আপের পরেও একসঙ্গে কাজ করেছিলেন দুই প্রাক্তন। তাদের রসায়ন বক্স অফিসে রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছিল। এদিকে সিনেমার প্রচারের সময়ই রণবীর এবং দীপিকা স্পষ্ট করে দিয়েছিলেন যে, তাদের প্রেম ভাঙার পরে তারা দু’জনেই মুভ অন করেছেন এবং তারা একে অপরের ভালো বন্ধু হয়ে থাকবেন।

এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল, তিনি রণবীরকে এখনো ভালোবাসেন কি না? জবাবে তিনি বলেন, ‌‘অবশ্যই ভালোবাসি। আসলে ও এমন একজন মানুষ, যাকে আমি সব সময় ভালোবেসেছি। আর ওকে নিয়ে আমি যথেষ্ট পজেটিভ এবং অত্যন্ত প্রোটেক্টিভও। যখন আমি ওর প্রেমে পড়ি, কিংবা যখন আমি ওর কাজ দেখি, ভালো মন্দ যা-ই হোক না কেন, আমার মাথায় একটা নিজস্ব চিন্তা কাজ করে, যেটা আমি ওর সঙ্গে শেয়ার করি।’

দীপিকা আরও বলেন, ‘আমি হয়তো ফোন করে ওর সঙ্গে কথা বলি। ওর জীবনে একটা সময় গিয়েছে, যখন আমার মনে হয়েছিল, ওর ব্যবহার পাল্টে গিয়েছে। বিষয়টা আমাকে খুবই ভাবিয়েছে। আর এই পরিবর্তন স্থায়ী নাকি তা তৈরি করা হয়েছে, সেটা জানার জন্য আমরা আর একে অপরের জীবনে নেই। কিন্তু মূল বিষয়টা হলো, ওর সম্পর্কে যে বিষয়গুলো জানা যাচ্ছিল, তা নিয়ে ওকে ফোন করে বলার অধিকার আমার ছিল বলেই আমি মনে করি। এমনকি এটাও মনে করি যে, যা চলছে তা ঠিক হচ্ছে না, এটা বলারও অধিকার ছিল।’

প্রসঙ্গত, রণবীর কাপুর বিয়ে করেছেন অভিনেত্রী আলিয়া ভাটকে। তাদের এক কন্যাসন্তান রয়েছে। অন্যদিকে, দীপিকা পাড়ুকোন গাঁটছড়া বেঁধেছেন অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে। বর্তমানে প্রথম সন্তানের জন্মের অপেক্ষায় রয়েছেন এই তারকা জুটি।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top