এবার করোনার থাবা ফ্রান্সে, একদিনেই মৃত্যু ১ হাজার ৩৫৫ জনের
প্রকাশিত:
৩ এপ্রিল ২০২০ ১৬:৫৬
আপডেট:
৩ এপ্রিল ২০২০ ১৭:০৩

যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেনের পর এবার প্রাণঘাতী করোনার ধ্বংসলীলা চলছে ফ্রান্সে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। যা একদিনের হিসেবে যুক্তরাষ্ট্র, ইতালি থেকেও সর্বোচ্চ।
ওয়ার্ল্ডওমিটার হিসেবে বলছে, ফ্রান্সে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩৫৫ জন মারা গেছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৩৮৭ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৫৯ হাজার ১০৫ জন। আর সুস্থ হয়েছেন ১২ হাজার ৪২৪ জন। ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইট তাদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।
ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, বিশ্বের ২০৪টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এ পর্যন্ত এই ভাইরাসে বিশ্বে ৫৩ হাজার ১৫৮ জন মারা গেছে। মোট আক্রান্ত হয়েছে ১০ লাখ ১৪ হাজার ৩৮৬ জন। সুস্থ হয়েছে ২ লাখ ১২ হাজার ১৮ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৪৪ হাজার ৩২০ জন। সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে, ১৩ হাজার ৯১৫ জন।
আপনার মূল্যবান মতামত দিন: