বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


চূড়ান্ত ফল: বিজেপি ৬৯, কংগ্রেস ৩২


প্রকাশিত:
৪ জুন ২০২৪ ১৯:০৪

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:৫৬

ফাইল ছবি

ভারতের ১৮ লোকসভা নির্বাচনের ভোটগণনা চলছে। মোট ৫৪৩ আসনের মধ্যে ১১৯ আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৬৯ আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি, ৩২ আসনে জিতেছে কংগ্রেস এবং বাকি দলগুলো ১৮ আসনে জয় পেয়েছে।

মঙ্গলবার (৪ জুন) ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সর্বশেষ এ ফল ঘোষণা করা হয়।

ওয়েবসাইটে তথ্য বলছে, বিজেপি ১৭৩ আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৬৬ আসনে। সমাজবাদী পার্টি (এসপি) ৩৬ আসনে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৩০ আসনে।

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এটা নিশ্চিত যে, বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারছে না। লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে সরকার গড়তে প্রয়োজন ২৭২ আসন। বিজেপি যেসব আসনে এগিয়ে রয়েছে, সেগুলোতে জয় ধরলেও আসনসংখ্যা দাঁড়ায় ২৪৪টি। অন্যদিকে, একই হিসেবে কংগ্রেসের আসনসংখ্যা দাঁড়ায় ৯৮।

গত লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ৩০৩ আসনে জয় পেয়েছিল। সেবার বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ ৩৫২ আসনে জয় পায়। কংগ্রেস এককভাবে পেয়েছিল ৫২ আসন এবং কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জোট পেয়েছিল ৯৪ আসন।

উল্লেখ্য, ভারতে লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনে সরাসরি ভোট হয়। সংসদের নিম্নকক্ষে ৫৪৩ আসন রয়েছে এবং সংখ্যাগরিষ্ঠতা পেতে ২৭২ আসন পেতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top