বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে স্লোভেনিয়ার পার্লামেন্টে বিল পাস


প্রকাশিত:
৬ জুন ২০২৪ ১০:৫৬

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৮:০৭

ছবি- সংগৃহীত

এবার স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে স্লোভেনিয়ার পার্লামেন্টে একটি বিল (ডিক্রি) পাস হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৪ জুন) ইউরোপের দেশটির পার্লামেন্টে ভোটাভুটির পর আসে চূড়ান্ত ঘোষণা।

সরকার সমর্থিত বিলের পক্ষে স্লোভেনিয়ার পার্লামেন্টের ৯০ সদস্যের মধ্যে ৫১ জন ভোট দেন। এর আগে ছয় ঘণ্টা ধরে বিলটি নিয়ে পার্লামেন্টে বিতর্ক হয়।

সম্প্রতি স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়েও নিয়েছে একই পদক্ষেপ। মধ্যপ্রাচ্য সংকট সমাধানে দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধানের পক্ষে সরব ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। জোটের ২৭ দেশের মধ্যে আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক রিপাবলিক, পোল্যান্ড, স্লোভাকিয়া, বুলগেরিয়া। একই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে মাল্টাও।

একের পর এক ইউরোপীয় দেশের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ইসরায়েল। তাদের দাবি, হামাসের তৎপরতা আরও বাড়বে এমন পদক্ষেপে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top