ভারতে বৌভাতে যাওয়ার পথে ট্রাকচাপায় ১৪ জন নিহত
প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২১ ১৫:৪৬
আপডেট:
২০ জানুয়ারী ২০২১ ২৩:১৯

ভারতে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে ধূপগুড়ির জলঢাকা সেতুর কাছাকাছি মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজারের।
নিহতরা ময়নাগুড়ির চূড়াভাণ্ডার, রানিরহাট মোড় এবং মালবাজারের ডামডিম এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সবার পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, কনেপক্ষের আত্মীয়রা মঙ্গলবার রাত ৯টা নাগাদ তিনটি গাড়িতে করে ধূপগুড়ির ময়নাতলি এলাকায় বৌভাত অনুষ্ঠানে যাচ্ছিলেন। রাস্তা ফাঁকা থাকায় উল্টো দিকের লেন ধরে গাড়িগুলো যাচ্ছিল। এ সময় ১০ চাকার একটি পাথরবোঝাই ট্রাক ময়নাগুড়ির দিকে যাচ্ছিল। জলঢাকা সেতুর কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় সামনের গাড়িটি ডিভাইডারে উঠে কাত হয়ে যায়। সে সময় পাশ কাটিয়ে কনেযাত্রীদের বাকি দুটি গাড়ি যাওয়ার চেষ্টা করতে ট্রাকটি গাড়ি দুটির উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিন শিশুসহ ১২ জন নিহত হন। হাসপাতালের পথে আরও ২ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৭ জন নারী ও শিশু রয়েছে।
এর আগে সকালে গুজরাটে ঘুমন্ত শ্রমিকদের ওপর ট্রাক উঠে গেলে অন্তত ১৫ জন নিহত হন। গুজরাটের সুরাতের কাছে কোসাম্বা গ্রামে মঙ্গলবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
এনডিটিভির খবর বলছে, কিম মান্দভি সড়কে ঘুমন্ত শ্রমিকদের ওপর আবর্জনা ফেলার ট্রাক উঠিয়ে দিলে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন।
আরও আট আহতকে হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। ১৫ শ্রমিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির পুলিশ।
সম্পর্কিত বিষয়:
ভারত
আপনার মূল্যবান মতামত দিন: