বিশ্বে কোভিড রোগী ১০ কোটি, মৃত্যু ২১ লাখ
প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২১ ১৬:৪৬
আপডেট:
২৭ জানুয়ারী ২০২১ ০১:৩৯

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। মারা গেছে প্রায় সাড়ে ২১ লাখ।
বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, করোনায় সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ১০ কোটি ২ লাখ ৮০ হাজার ২৬৫ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ লাখ ৪৯ হাজার ৩৮৭ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে ৪ লাখ ৪৯ হাজারের মতো। একই সময়ে মারা গেছে প্রায় ৯ হাজার ৬০০ জন।
করোনার সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে নতুন করে প্রায় দেড় লাখ মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৫৮ লাখ ৬১ হাজার ৫৯৭ জন।
এই সময় দেশটিতে প্রায় ১ হাজার ৯০০ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৪ লাখ সাড়ে ৩১ হাজার।
উল্লেখ্য, যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় ৫৯২ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ৯৮ হাজার ৫৩১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে প্রায় ২২ হাজার নতুন শনাক্তে মোট সংক্রমণ ৩৬ লাখ সাড়ে ৬৯ হাজার ছাড়িয়ে গেছে।
আপনার মূল্যবান মতামত দিন: