রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ইসরায়েলে আবারো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা হুথির


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৫ ১৭:০৫

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০২:৪০

 ছবি সংগ্রহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী সমর্থিত দেশটির সেনাবাহিনী ইসরায়েলের রাজধানী তেলআবিবের পাশে ইয়াফা শহরে আবারো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

ওই বাহিনী শুক্রবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। হুথি বলেছে, ইসরায়েলের ইয়াফা এলাকায় অবস্থিত একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ‘ফিলিস্তিন-২’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।


ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ড্রোন ইসরায়েলের ইয়াফা শহরের একটি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। এই হামলাটিও সফল হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলেছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে এবং ইসরায়েলবিরোধী লড়াইয়ে অংশগ্রহণকারী ফিলিস্তিনি বীর মুজাহিদদের মনোবল চাঙ্গা রাখতে এ হামলা চালানো হয়েছে।

গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে গত বছরের অক্টোবরে ইয়েমেন থেকে যে জিহাদের সূচনা হয়েছিল বর্তমানে তার পঞ্চম পর্যায় চলছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরো বলেছে, আমেরিকা, ব্রিটেন ও ইসরায়েল বা তাদের সহযোগী যেকোনো পক্ষ যেন ইয়েমেনে আবার হামলা চালানোর মতো বোকামি না করে।

কারণ, সেক্ষেত্রে ইয়েমেনের সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও আইনসঙ্গত অধিকার রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি বাহিনীর নৃশংস আগ্রাসন ও গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেন থেকে ইসরায়েলে আঘাত হানা অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top