শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

এক লাখের টিকিটও ফ্রিতে নিয়েছিলেন টিউলিপ সিদ্দিক


প্রকাশিত:
১২ জানুয়ারী ২০২৫ ১৪:০৮

আপডেট:
১২ জানুয়ারী ২০২৫ ১৪:০৯

ছবি সংগৃহিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ঘনিষ্ঠ সহযোগীর কাছ থেকে কয়েক কোটি টাকা দামের ফ্ল্যাট উপহার হিসেবে নিয়েছিলেন ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তিনি কোটি টাকার ফ্ল্যাটের পাশাপাশি মাত্র ১ লাখ টাকার ক্রিকেট ম্যাচের টিকিটও ফ্রিতে নিয়েছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, টিউলিপকে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের দুটি টিকিট দিয়েছিলেন সাবেক বাংলাদেশি এমপি কাজী নাবিল আহমেদ। ওই টিকিটগুলো দিয়ে টিউলিপ বাংলাদেশের দুটি ম্যাচ উপভোগ করেছিলেন। ২০১৯ সালে টিকিট দুটির দাম ছিল ৭১৭ ইউরো। যারমধ্যে দুপুরের খাবারও অন্তর্ভুক্ত ছিল।

টিউলিপ সিদ্দিক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই বলে একাধিকবার দাবি করেছেন। তবে ব্রিটিশ এমপি হয়েও এই দলটির কাছ থেকে অনেক সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন তিনি।

দ্য সান জানিয়েছে, টিউলিপ টিকিটগুলো বুঝে পেয়েছিলেন টিটুলিয়া ইউকে নামের একটি কোম্পানির কাছ থেকে। যেটির মালিক হলেন কাজী নাবিল আহমেদ। টিটুলিয়ার একটি দোকান ছিল কোভেন্ট গার্ডেনে। কিন্তু করোনা মহামারি শুরু হলে এটি বন্ধ হয়ে যায়। এরপর ২০২৩ সালে পুরো কোম্পানিটিই বন্ধ করে দেওয়া হয়।

অপর প্রতিবেদনে দ্য সানডে টাইমস জানায়, টিউলিপ বাংলাদেশের ওই ম্যাচগুলো শুধু একা দেখেননি। সঙ্গে ছিল তার ভাই-বোনেরাও। একটি ভিআইপি বক্সে ছিলেন তারা।

যুক্তরাজ্যের ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাট ভিকার্স টিউলিপকে নিয়ে বলেছেন, “টিউলিপের নিজেকে নির্দোষ প্রমাণের সময় ফুরিয়ে যাচ্ছে। উপহার, আর্থিক সুবিধা নেওয়ার যেসব প্রতিবেদন সামনে আসছে, এগুলো খুবই চিন্তার। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও টিউলিপ কোনো উত্তর দিচ্ছে না।”

তিনি আরও বলেন, “টিউলিপের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে তার সঙ্গে যে বন্ধুত্ব প্রধানমন্ত্রীর আছে, সেটিকে বিবেচনায় নিতে দেওয়া ঠিক হবে না। বিশেষ করে যখন দেশের অর্থনীতির অবস্থা খারাপ। সরকার এগুলো নিতে পারবে না।”


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top