ভারতে একদিনে প্রায় ৯০ হাজার আক্রান্তের রেকর্ড
প্রকাশিত:
৩ এপ্রিল ২০২১ ২২:১৯
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৮:৩৩

কোভিড-১৯ মহামারিতে বিপর্যস্ত ভারত। রোজ অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন শয়ে শয়ে মানুষ। দেশটিতে একদিনেই প্রায় ৯০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। যা গত সেপ্টেম্বরের পর দেশটিতে দৈনিক সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।
শনিবার (০৩ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন সাত শতাধিক মানুষ।
ভারতীয় সংবাদমাধ্যম গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ১২৯ জন। একই সময়ের মধ্যে মারা গেছেন ৭১৪ জন। ভারতে এই মুহূর্তে করোনায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৬ লাখ ৫৮ হাজার ২৪১ জন। ২০ সেপ্টেম্বরের পর এটিই সর্বোচ্চ সংক্রমণ এটি। ২০ সেপ্টেম্বর দেশটিতে ৯২ হাজার ৬০৫ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।
এমতাবস্থায় ভারতে লকডাউন শুরু হয়েছে। মহারাষ্ট্রে ইতোমধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। আরও কয়েকটি রাজ্যে লকডাউন দেওয়া হতে পারে।
তবে মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ২৩ লাখ ৯২ হাজার ২৬০ জন। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ১৫ লাখ ৬৯ হাজারেরও বেশি মানুষ। দেশটিতে করোনায় মারা যাওয়া মানুষের সংখ্যা এক লাখ ৬৪ হাজার ১১০ জন।
সম্পর্কিত বিষয়:
করোনা
আপনার মূল্যবান মতামত দিন: