বৃহঃস্পতিবার, ১০ই এপ্রিল ২০২৫, ২৭শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


ইউক্রেনে রাতভর রুশ বিমান হামলা, নিহত ৪


প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৫ ১৬:১৬

আপডেট:
১০ এপ্রিল ২০২৫ ১৪:১৪

ছবি সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।স্থানীয় কর্মকর্তাদের বরাতে শনিবার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তাকাচেঙ্কো বলেছেন, শনিবার ভোরে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শেভচেনকিভস্কি জেলায় হামলা চালানো হয়েছে।

মেয়র ভিতালি ক্লিটসকো শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, রুশ হামলায় শেভচেনকিভস্কি জেলার ভবনগুলোর দরজা-জানালা ভেঙে পড়েছে। একটি মেট্রো স্টেশনেও হামলা চালানো হয়েছে। এছাড়া একটি অনাবাসিক ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। তবে, রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু কি ছিল তা পরিষ্কার নয়।

ক্লিটসকো আরও জানান, রাজধানী কিয়েভজুড়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কিয়েভে বড় ধরনের হামলার ঘটনা ঘটলো। এর আগে নতুন বছরের শুরুর দিকে কিয়েভে রাশিয়ার হামলায় দুজন নিহত হয়।

এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ঝাপোরিঝিয়া শহরের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সেখানে রাশিয়ার বিমান হামলায় ছয়জন আহত হয়েছে। এদের মধ্যে এক নারীর অবস্থা বেশ গুরুতর বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। প্রায় তিন বছর ধরে দু পক্ষের মধ্যে এ সংঘাত অব্যাহত আছে।

গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাশিয়ার বিভিন্ন স্থানে গোলাবারুদের ডিপো এবং কেমিক্যাল প্ল্যান্টে হামলা চালায় ইউক্রেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top