বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


মোটা শিকলে ভারতীয়দের বাঁধার ভিডিও দেখাল হোয়াইট হাউস


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৪

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২০:০৫

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে তিন দফায় ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসের তরফ থেকে এবার সেই প্রক্রিয়ার ভিডিও প্রকাশ করা হয়েছে কার্যত বিজ্ঞাপন আকারে।

অবৈধ অভিবাসীদের বিমানবন্দরে হাতকড়া পরানোর বিজ্ঞাপন প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

মোটা মোটা লোহার শিকল মজুত করা রয়েছে আমেরিকার বিমানবন্দরে। রয়েছে একগুচ্ছ হাতকড়া। অবৈধ অভিবাসীদের বিমানবন্দরে নিয়ে গিয়ে আগে পরীক্ষা করা হচ্ছে। তার পর তাদের হাতে পরানো হচ্ছে হাতকড়া।

শিকল দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে দুই পা। সেই অবস্থায় অবৈধ অভিবাসীরা বিমানে উঠছেন। ফিরছেন নিজেদের দেশে। এই গোটা প্রক্রিয়ার ভিডিও প্রকাশ করল হোয়াইট হাউস। অবৈধদের দেশে ফেরানোর প্রক্রিয়াকে ডোনাল্ড ট্রাম্প সরকারের বিজ্ঞাপন হিসাবে দেখানো হচ্ছে। ওই ভিডিও নিয়ে পোস্ট করেছেন ইলন মাস্কও।

দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে বিতাড়নের সিদ্ধান্ত নিয়েছে। দফায় দফায় একাধিক দেশে মার্কিন বিমানবাহিনীর বিমানে করে তাদের ফেরত পাঠানো হচ্ছে।

ভারতেও পর পর তিনবার এসেছে সেই মার্কিন বিমান। দেশের মাটিতে পা রেখে অবৈধ অভিবাসীরা জানিয়েছেন, তাদের উপর অত্যাচার করা হয়েছে। পায়ে শিকল বেঁধে, হাতকড়া পরিয়ে তাদের রাখা হয়েছে বিমানে। এমনকি, ঘণ্টার পর ঘণ্টা কাউকে শৌচাগার ব্যবহার করতেও দেওয়া হয়নি।

ভারতীয় অভিবাসীদের সঙ্গে এই ধরনের আচরণে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে কটাক্ষ করেছে বিরোধীরা। তাদের বক্তব্য, ভারতীয়দের সঙ্গে আমেরিকার সরকারের এই আচরণ অসম্মানজনক। এর ফলে বিশ্বের দরবারে ভারতের সম্মানহানি হচ্ছে।

এমনকি, আমেরিকায় গিয়ে ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকের পরেও পরিস্থিতি পাল্টায়নি। এবার সেই বিষয়টিকেই বিজ্ঞাপন হিসাবে প্রচার করছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের ৪১ সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবকের আপাদমস্তক পরীক্ষা করে দেখছেন বিমানবন্দরের কর্মকর্তা। তার পর মোটা মোটা শিকল বার করা হচ্ছে বাক্স থেকে।

যুবকের পা শিকল দিয়ে বাঁধা হচ্ছে। হাতে হাতকড়া, পায়ে শিকল পরে বিমানের সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উঠছেন অবৈধ অভিবাসী। তবে এই ভিডিওতে কারো মুখ দেখানো হয়নি। ক্যামেরার দিকে তারা পিছন ফিরেই ছিলেন।

ভিডিওর সঙ্গে লেখা হয়েছে, অবৈধ ভিন্‌গ্রহীদের বিতাড়নের বিমান। মাস্কও এই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে বিদ্রুপ করে লিখেছেন, ‘হাহা, অসাধারণ!’

ভারতের পররাষ্টমন্ত্রী এস জয়শঙ্কর অবৈধ অভিবাসী প্রসঙ্গে সংসদে জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো নতুন নয়। এটা মার্কিন সরকারের নিয়মের মধ্যেই পড়ে।

তবে ভারতীয়দের সঙ্গে যাতে দুর্ব্যবহার না-করা হয়, সেবিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারত সরকারের আলোচনা চলছে। তার দাবি, নারী এবং শিশুদের শিকল বা হাতকড়া পরানো হচ্ছে না।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top