বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


৩ দশকের রেকর্ডভাঙা দাবানলে পুড়ছে জাপান


প্রকাশিত:
৪ মার্চ ২০২৫ ১৪:০৪

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২০:০৫

ছবি সংগৃহীত

রেকর্ডভাঙা দাবানলে পুড়ছে জাপানের উত্তরাঞ্চলীয় জেলা আইওয়াতে। গত তিন দশকে এত বড় আকারের দাবানল দেখা যায়নি পূর্ব এশিয়ার এই দেশটিতে।

গত বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় শহর অফুনাতো থেকে দাবানলের সূত্রপাত। আগুনে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতিও হয়েছে এ শহরটিতে। উতোমধ্যে আগুনে পুড়ে একজন নিহত হয়েছেন। দুর্যোগ মোকাবিলা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে অফুনাতো-এর ৫ হাজার ২০০ একর জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল এবং আগুন নেভাতে নিয়োগ দেওয়া হয়েছে ২ হাজারেরও বেশি কর্মীকে।

এমনিতেই মার্চ মাসে অফুনাতো’র আবহাওয়া শুষ্ক থাকে। তার ওপর গত মাসে সেখানে বৃষ্টি হয়েছে মাত্র ২ দশমিক ৫ মিলিমিটার, যা গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ম। ফেব্রুয়ারি মাসে অফুনাতোর গড় বৃষ্টিপাতের পরিমাণ ৪১ মিলিমিটর।

আগুন নেভানোর পাশাপাশি লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াও শুরু করেছেন উদ্ধারকর্মীরা। বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত উপদ্রুত বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ২ হাজার মানুষকে। তবে এখনও বিভিন্ন এলাকায় আটকা পড়ে আছেন প্রায় ৪ হাজার ৬০০ জন। আগুনে ইতোমধ্যে অফুনাতো’র অন্তত ৮০টি বাসভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মোকাবিলা দপ্তর।

আইওয়াত জাপানের ‍দ্বিতীয় বৃহত্তম এবং অন্যতম জনবিরল জেলা। এই জেলার একটি বড় অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে ঝোপ-ঝাড়-বনাঞ্চল।

৩ লাখ ৭৭ হাজার ৯৭৫ বর্গকিলোমিটার আয়তনের দেশ জাপানের জেলার সংখ্যা ৪৭টি। কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আইওয়াতের আগুন নেভাতে আশপাশের ১৬টি জেলার দমকল কর্মীদের নিয়ে আসা হয়েছে, পাশাপাশি ব্যবহার করা হচ্ছে ১৬টি হেলিকপ্টার।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top