বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


বলছেন ভারতীয় মন্ত্রী

নিরাপত্তার জন্য ছুরি, মরিচের গুঁড়া সঙ্গে রাখা উচিত নারীদের


প্রকাশিত:
৯ মার্চ ২০২৫ ১১:৩৬

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২০:১৭

ছবি সংগৃহীত

নারীদের ছুরি, মরিচের গুঁড়া সাথে রাখতে বলেছেন ভারতের এক মন্ত্রী। তার মতে, নিরাপত্তার জন্য ব্যাগের ভেতরে লিপস্টিকের পাশাপাশি নারীদের উচিত ছুরি ও মরিচের গুঁড়া সাথে রাখা।

ভারতীয় ওই মন্ত্রীর নাম গুলাবরাও পাতিল। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের এই মন্ত্রী নারী দিবসের অনুষ্ঠানে এই কথা বলেন। শনিবার (৮ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, আত্মরক্ষার জন্য মহিলাদের লিপস্টিকের পাশাপাশি তাদের পার্সে ছুরি ও মরিচের গুঁড়া বহন করা উচিত বলে শনিবার মহারাষ্ট্রের মন্ত্রী গুলাবরাও পাতিল পরামর্শ দিয়েছেন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে শিবসেনার এই নেতা নারীর ক্ষমতায়নের জন্য সরকারের গৃহীত পদক্ষেপগুলোও তুলে ধরেন। যার মধ্যে এমএসআরটিসি বাস ভাড়া অর্ধেক কমানো, লাড়কি বাহিন স্কিম এবং মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা।

তিনি বলেন, “যদিও আমরা নারীর ক্ষমতায়নের কথা বলছি, কিন্তু তারপরও খারাপ ঘটনা ঘটছে.. িযখন আমরা শিবসেনা প্রধান (বাল ঠাকরের) চিন্তাভাবনায় অনুপ্রাণিত হয়েছিলাম, তখন সাংবাদিকরা তার তীব্র সমালোচনা করেছিলেন। কারণ তিনি বলেছিলেন— নারীদের লিপস্টিকের সাথে মরিচের গুঁড়ো এবং রামপুরি ছুরি বহন করা উচিত।”

গুলাবরাও পাতিল আরও বলেন, “কিন্তু আজকের পরিস্থিতিও একই। আত্মরক্ষার জন্য আজকের তরুণীদের কাছে আমার এই (এই ধরনের জিনিসপত্র বহনের) অনুরোধ থাকবে।”

তিনি নারীদের বিরুদ্ধে সাম্প্রতিক অপরাধের নানা ঘটনার কথাও উল্লেখ করেন। যার মধ্যে গত ২৫ ফেব্রুয়ারি পুনের একটি এমএসআরটিসি ডিপোতে ২৬ বছর বয়সী এক তরুণীর ধর্ষণের ঘটনাও রয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top