শুক্রবার, ২১শে মার্চ ২০২৫, ৬ই চৈত্র ১৪৩১


রমজানের প্রথম ১৫ দিনে মসজিদে নববীতে গিয়েছেন ১ কোটি ৪০ লাখ মুসল্লি


প্রকাশিত:
২০ মার্চ ২০২৫ ১৫:৫৯

আপডেট:
২১ মার্চ ২০২৫ ০৪:৩৩

ছবি সংগৃহীত

প্রতি বছরের মতো এবারের রমজানেও নামাজ আদায় এবং ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহম্মদ (স.)-এর রওজা জিয়ারত করতে মদিনার মসজিদে নববীতে যাচ্ছেন বিপুলসংখ্যক ইসলাম ধর্মাবলম্বী। সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের রমজানের প্রথম ১৫ দিনে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই মসজিদে গেছেন রেকর্ড ১ কোটি ৪০ লাখ মুসল্লি।

তাদের মধ্যে মহানবী (স.)-এর রওজা জিয়ারত করার অনুমোদন পেয়েছেন ৩৭ লাখ ৯ হাজার ৩৭২ জন নারী ও পুরুষ। কাবা ও মসজিদে নববী রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সৌদি সরকারি সংস্থা ‘দ্য জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রোফেটস মস্ক’ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

রমজানে মসজিদে নববীতে আসা মুসল্লিদের ইফতারের মাধ্যমে আপ্যায়নের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। দ্য জেনারেল প্রেসিডেন্সির বিবৃতিতে বলা হয়েছে, রমজানের প্রথম ১৫ দিনে ৪৫ লাখ প্যাকেট ইফতার ও ৩ হাজার ৬৫০ টন পানি বিতরণ করা হয়েছে মুসল্লিদের মাঝে।

মূল মসজিদ ও মসজিদ চত্বরকে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে রমজানের প্রথম ১৫ দিনে ব্যবহার করা হয়েছে ৮১ হাজার লিটার জীবাণুনাশক তরল।

বয়স্ক লোকজনের চলাচলের সুবিধার জন্য মসজিদ চত্বরে বিশেষ গাড়ি ও হুইলচেয়ারের ব্যবস্থা রয়েছে। দ্য জেনারেল প্রেসিডেন্সি বলেছে, রমজানের প্রথম ১৫ দিনে ২ লাখ ৫০ হাজার মুসল্লিকে গাড়ি ও ৫০ হাজার জনকে হুইলচেয়ার পরিষেবা দেওয়া হয়েছে।

মসজিদে নববী মদিনায় অবস্থিত। যেসব মুসল্লি আসছেন, তাদের অধিকাংশই বসবাস করেন মদিনা ও তার আশপাশের এলাকাগুলোতে। মসজিদে নববীতে আগমন নির্বিঘ্ন করতে মদিনা ও তার আশপাশের এলাকায় বিশেষ শাটল বাসের ব্যবস্থাও করেছে দ্য জেনারেল প্রেসিডেন্সি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top