মঙ্গলবার, ১৫ই এপ্রিল ২০২৫, ২রা বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ১.৬ বিলিয়ন ইউরো দেবে ইইউ


প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২৫ ১৬:২৯

আপডেট:
১৫ এপ্রিল ২০২৫ ২৩:৩৭

ছবি সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য তিন বছরের আর্থিক সহায়তা বৃদ্ধি করবে। যার মূল্য প্রায় ১.৬ বিলিয়ন ইউরো (১.৮ বিলিয়ন ডলার)। মধ্যপ্রাচ্যের জন্য দায়িত্বপ্রাপ্ত ইউরোপীয় কমিশনার রয়টার্সকে এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

ভূমধ্যসাগর অঞ্চলের জন্য দায়িত্বপ্রাপ্ত ইউরোপীয় কমিশনার ডুবরাভকা সুইকা বলেছেন, এই আর্থিক সহায়তা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের সঙ্গে সঙ্গেই চলবে।

কারণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনের সরকারি জোট ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ)-এর বিরুদ্ধে সমালোচকদের দুর্নীতি এবং খারাপ শাসনের অভিযোগ রয়েছে।

সুইকা বলেন, ‘আমরা চাই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) নিজেদের সংস্কার করুক, কারণ সংস্কার না করলে তারা যথেষ্ট শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য হয়ে উঠবে না। কেবল আমাদের জন্যই নয়, বরং ইসরায়েলের জন্যও মধ্যস্থতাকারী হতে পারবে তারা।’

ইইউ ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে বড় দাতা এবং ইইউ কর্মকর্তারা আশা করছেন, ইসরায়েল এবং হামাস সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যুদ্ধ শেষ হওয়ার পর পশ্চিম তীর পরিচালনাকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষও একদিন গাজার দায়িত্ব নিতে পারে।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এখন পর্যন্ত গাজাকে পিএ-এর কাছে হস্তান্তরের বিষয়টি প্রত্যাখ্যান করেছে এবং ইইউর দ্বি-রাষ্ট্রীয় সমাধানের বৃহত্তর লক্ষ্যকে এড়িয়ে গেছে, যার মধ্যে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা অন্তর্ভুক্ত থাকবে।

সুইকা বলেন, ৬২০ মিলিয়ন ইউরো ফিলিস্তিনি কর্তৃপক্ষের আর্থিক সহায়তা এবং সংস্কারের জন্য, ৫৭৬ মিলিয়ন ইউরো পশ্চিম তীর এবং গাজার স্থিতিস্থাপকতা ও পুনরুদ্ধারের জন্য এবং ৪০০ মিলিয়ন ইউরো ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক থেকে ঋণ হিসেবে আসবে পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে।

তিনি বলেন, গত ১২ বছরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য গড়ে ইইউ সহায়তার পরিমাণ প্রায় ৪০০ মিলিয়ন ইউরো। সুইকা বলেন, ‘আমরা এখন ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বিশ্বাসযোগ্যভাবে বিনিয়োগ করছি।’

সূত্র : আলঅ্যারাবিয়া


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top