‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকৃতি, ভারতে মুসলিম কিশোরের ওপর হামলা
প্রকাশিত:
২০ এপ্রিল ২০২৫ ১২:৪৮
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৫:৫৮

ভারতে ১৩ বছরের এক মুসলিম কিশোরকে কেবল “জয় শ্রী রাম” স্লোগান না বলায় হামলার শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে তাকে কাঁচের বোতল দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দেশটির উত্তর প্রদেশের কানপুর জেলার সারসৌল এলাকায়। এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মুসলিম মিরর।
প্রতিবেদন অনুযায়ী, মহারাজপুর থানার অন্তর্গত সারসৌল এলাকায় ওই কিশোরকে কয়েকজন সমবয়সী শিশু ঘিরে ধরে প্রথমে তাদের পায়ে হাত দিতে বলে। সে রাজি না হওয়ায় তারা তাকে “জয় শ্রী রাম” বলার জন্য চাপ দেয়।
ছেলেটি দ্বিতীয়বারও অস্বীকার করলে, একটি ভাঙা কাঁচের বোতল দিয়ে তাকে আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে ছেলেটিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং একটি এফআইআর দায়ের করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগের সব দিক তারা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন।
এই ঘটনায় ধর্মীয় অসহিষ্ণুতা ও শিশুকেন্দ্রিক সহিংসতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটি সামনে আসার পর ভারতে শিশুদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিয়েও আলোচনার সূত্রপাত হয়েছে।
সংশ্লিষ্ট মহল থেকে দাবি উঠেছে, শুধুমাত্র ধর্মীয় ভিন্নতার কারণে একজন শিশুর ওপর এমন হামলা ভারতের ধর্মনিরপেক্ষতা ও সহাবস্থানের ধারণার বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, তারা ঘটনার প্রতিটি দিক যাচাই করছে এবং অভিযুক্তদের শনাক্ত করতে কাজ করছে। যেহেতু এই ঘটনায় অভিযুক্তরাও অপ্রাপ্তবয়স্ক, তাই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: