বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২০ ১৯:৩০
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১০:১৩

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) সাময়িকভাবে অর্থায়ন বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ ব্যাপারে তার প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
করোনাভাইরাস ইস্যুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ডব্লিউএইচও তাদের প্রাথমিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তাদের অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে। চীনে ভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর জাতিসংঘের এই সংস্থাটির অব্যবস্থাপনার সমালোচনার পাশাপাশি তারা সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। এর আগে তিনি বলেছিলেন, সংস্থাটি চীনের প্রতি পক্ষপাতমূলক আচরণ করেছে। সংস্থাটিতে তহবিল স্থগিতে ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, এ ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য এটি সঠিক সময় নয়।
এককভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে সবচেয়ে বড় অংকের অর্থায়ন করে যুক্তরাষ্ট্র। গত বছর এই তহবিলে দেশটি ৪০ কোটি ডলার দিয়েছে। এটি ছিল সংস্থাটির বার্ষিক বাজেটের প্রায় ১৫ শতাংশ।
এনিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষই নিয়েছেন। তিনি বলেছেন, এই মহামারি সৃষ্টিকারী ভাইরাস সংক্রমণ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে সংহতি প্রকাশ করে একত্রিত হয়ে কাজ করার সময় এটা। এটা ঐক্যের সময়। তিনি আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফ্রন্ট লাইনে বা সামনের সারিতে আছে। তারা সদস্যরাষ্ট্র, তাদের সমাজকে সমর্থন দিচ্ছে। বিশেষ করে যারা খুব বেশি ঝুঁকিতে তাদের গাইডেন্স, প্রশিক্ষণ, সরঞ্জাম ও জীবন রক্ষাকারী সেবা দিয়ে সহায়তা করছে। আমার বিশ্বাস বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অবশ্যই সমর্থন করা উচিত। কারণ, এখন এই মহামারি সৃষ্টিকারী ভাইরাসের বিরুদ্ধে বিজয় অর্জন খুবই গুরুত্বপূর্ণ।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: