বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


মুম্বাইয়ে ভবনধসে মৃত্যু ১১


প্রকাশিত:
১০ জুন ২০২১ ১৬:১০

আপডেট:
১০ জুন ২০২১ ১৭:৩৩

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের একটি আবাসিক ভবনধসে পাশের একটি বস্তির ওপর পড়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১৮ জন।

বুধবার (০৯ জুন) রাতে মুম্বাইয়ের মালাদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়দের পাশাপাশি উদ্ধার তৎপরতা শুরু করে দমকল বাহিনীর সদস্যরা।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা থাকতে পারে। তাদের উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে। এ ছাড়া পাশের আরেকটি তিনতলা ভবন থেকেও সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। আশঙ্কা করা হচ্ছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে পাশের ওই ভবনটি।

এদিকে ভবনধসে আহত লোকদের নেওয়া হয়েছে কানদিভালির একটি হাসপাতালে।

ওই হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, ভবনধসে নিহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। আহত হয়ে হাসপাতালে নেওয়া ১৮ জনকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সূত্র: আনন্দবাজার


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top