বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


বিমানকর্মী ও যাত্রীদের মধ্যে ধস্তাধস্তি, জরুরি অবতরণ!


প্রকাশিত:
১৪ জুন ২০২১ ১৫:৫১

আপডেট:
১২ মার্চ ২০২৫ ০৯:৫৯

ছবি- সংগৃহীত

মাঝ আকাশে এক যাত্রীর সঙ্গে বিমানের দুই কর্মী ও সহযাত্রীদের ধস্তাধস্তির ঘটনায় যুক্তরাষ্ট্রের ওকলাহামায় জরুরি অবতরণ করল লস অ্যাঞ্জেলেস থেকে আটলান্টাগামী ডেল্টা এয়ারের একটি বিমান।

পরে ওই যাত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওকলাহামায় স্থানীয় সময় মধ্যরাতের দিকে এ ঘটনা ঘটে। খবর ইয়াহু নিউজের।

হঠাৎ করে এক যাত্রী ক্ষেপে গিয়ে আক্রমণ করে বসেন দু’জন ফ্লাইট অ্যাটেনড্যান্টকে। তাকে বাধা দিতেই বারবার হুমকি দেন, ‘প্লেন নামিয়ে দেব!’ মাঝ আকাশে থাকা বিমানের পাইলট তখন অন্য যাত্রীদের সাহায্য চেয়ে বার্তা পাঠান। তার পরেই এগিয়ে আসেন কয়েক জন যাত্রী।

পরে সবাই মিলে কাবু করেন ওই অবাধ্য যাত্রীকে। এরই মধ্যে পাইলট প্লেনটিকে ওকলাহামা সিটি বিমানবন্দরে জরুরি অবতরণ করান। সেখানে সন্দেহভাজন ওই যাত্রীকে আটক করে হেফাজতে নেয় পুলিশ।

পরে কিছু শারীরিক অস্বস্তির কথা জানানোয় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের একটি সূত্রের দাবি, ওই যাত্রীর কিছু মানসিক সমস্যা রয়েছে। তিনি ওই বিমান সংস্থারই ছুটিতে থাকা কর্মী। বয়স কুড়ির কোঠায়। তবে এ ঘটনায় বিমানের কোনও যাত্রী আহত হননি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top