সাড়ে ৫ মাসে যুক্তরাষ্ট্রে ২৮২ বন্দুক হামলা
প্রকাশিত:
১৬ জুন ২০২১ ২০:৩১
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৮:৩৫

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা বেড়েই চলেছে। সর্বশেষ মঙ্গলবার শিকাগো ও আলবামা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় ছয়জন নিহত হয়েছেন।
অলাভজনক প্রতিষ্ঠান গান ভায়োলেন্স আর্কাইভের সংজ্ঞানুযায়ী, একই স্থানে চার বা তারও বেশি মানুষকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ার ঘটনাকে ম্যাস শুটিং হিসেবে অভিহিত করা হয়।
সে হিসাবে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ২৮২টি ম্যাস শুটিংয়ের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। খবর আনাদোলুর।
সম্প্রতি শিকাগোতে বাকবিতণ্ডার জের ধরে চারজনকে গুলি করে হত্যা করা হয়। এর মধ্যে তিনজন নারী ছিলেন। এ ঘটনায় আরও চারজন আহত হন।
আর আলবামার আলবার্ট ভিলায় ফ্যাক্টরিতে দুই সহকর্মীকে গুলি করে হত্যা করেন এক ব্যক্তি। এ ঘটনায় আরও দুজন আহত হন। পরে হামলাকারী আত্মহত্যা করেন।
করোনাভাইরাসের জন্য যেসব বিধিনিষেধ আরোপ হয়েছিল যুক্তরাষ্ট্রে তা প্রত্যাহারের পর থেকে মানুষ ঘর ছেড়ে বাইরে আসতে শুরু করেছেন এর পরই মূলত বন্দুক হামলার ঘটনা বেড়েছে।
এখন কর্মক্ষেত্রে, হাউস পার্টিগুলোতে, বাইরের জনসমাগমে, রাস্তায় এবং বিনোদনকেন্দ্রলোতেও অহরহ বন্দুক হামলার ঘটনা ঘটছে।
করোনার কারণে লকডাউন সত্ত্বেও ২০২০ সালে দেশজুড়ে ৬১৪টি ম্যাস শুটিংয়ের ঘটনা ঘটে। আর ২০১৯ সালে ঘটেছিল ৪৩৪টি।
সম্পর্কিত বিষয়:
করোনা
আপনার মূল্যবান মতামত দিন: