বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


করোনায় ব্রাজিলে মৃত্যু ছাড়াল ৫ লাখ


প্রকাশিত:
২০ জুন ২০২১ ১৯:০০

আপডেট:
২০ জুন ২০২১ ১৯:২১

ছবি-সংগৃহীত

ব্রাজিলে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে দুই হাজার ২৪৭ জন।

লাতিন আমেরিকার এ দেশটিতে এ পর্যন্ত মারা গেছে পাঁচ লাখ ৮৬৮ জন। বিশ্বে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা এটি। খবর বিবিসির।

দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ৭৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং পাঁচ লাখ ৮৬৮ জনের মৃত্যু হয়েছে।

ব্রাজিলে হাজার হাজার মানুষ প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ব্রাজিলজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন।

বিক্ষুব্ধরা করোনা মোকাবিলায় ব্যর্থ হওয়ায় প্রশাসনকে দোষারোপ করেন এবং প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জানান। যুক্তরাষ্ট্রের পরেই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ব্রাজিলে।

গত এক সপ্তাহে ব্রাজিলে প্রতিদিন গড়ে দুই হাজার জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ব্রাজিলের প্রায় ১১ শতাংশ মানুষ পুরোপুরি টিকা নিয়েছেন এবং ২৯ শতাংশ মানুষ প্রথম ডোজ পেয়েছেন।

করোনাভাইরাস এ অঞ্চল ও আশপাশের দেশগুলোকে মারাত্মকভাবে সংক্রমিত করছে। প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও) গত সপ্তাহে আমেরিকায় করোনায় ১১ লাখ নতুন রোগী এবং ৩১ হাজার মানুষের মৃত্যুর ঘটনা রিপোর্ট করেছে।

পিএএইচও ছয় মেক্সিকান রাজ্য, বেলিজ, গুয়াতেমালা, পানামা এবং ক্যারিবিয়ান অঞ্চলের কিছু এলাকায় সংক্রমণ বৃদ্ধির কথা উল্লেখ করেছে।

পিএএইচও সতর্ক করেছে— কলম্বিয়ার করোনা পরিস্থিতি এখনও সবচেয়ে খারাপ পর্যায়ে আছে এবং এর প্রধান শহরগুলোর নিবিড় পরিচর্যা ইউনিটের শয্যা রোগীতে পূর্ণ আছে।

ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থার সাবেক প্রধান গনজালো ভেসিনা বলেন, আমি মনে করি টিকার কার্যকারিতা শুরুর আগেই আমাদের মৃত্যুর সংখ্যা সাত লাখ বা আট লাখে পৌঁছে যেতে পারে।


সম্পর্কিত বিষয়:

করোনা

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top