টোকিওতে ট্রেনে ছুরি হামলা, আহত ১০
প্রকাশিত:
৭ আগস্ট ২০২১ ১৭:০০
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১১:১৩

জাপানের টোকিওতে ক্ষুদ্ধ এক ট্রেন যাত্রী শুক্রবার ছুরিকাঘাত করে নারীসহ কমপক্ষে ১০ জনতে গুরুতর আহত করেছেন।
৩৬ বছর বয়সি ওই হামলাকারীকে পুলিশ আটক করেছে। আটক ওই যাত্রী পুলিশকে জানান, শুক্রবার রাতে কমিউটার ট্রেনটিতে ওঠে কয়েকটি মেয়ে গল্প আর হাসাহাসি শুরু করলে তার মেজাজ খারাপ হয়ে যায়। খবর বিবিসির।
এ সময় তিনি মেয়েগুলোকে হত্যা করতে ছুরি নিয়ে হামলা চালান বলে জানান।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ওদাকিও ট্রেন লাইনের সেইজগাকুয়েন স্টেশনে ওই ছুরি হামলার ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে রেলকর্মীরা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এদের মধ্যে এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক বরে জানিয়েছেন চিকিৎসক।
জাপানে এ ধরনের হামলা খুবই বিরল। অলিম্পিকের জন্য নিরাপত্তার চাঁদরে এখন পুরোপুরি ঢাকা টোকিও।
এ ঘটনার পর বেশ কিছুক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।
সম্পর্কিত বিষয়:
জাপান
আপনার মূল্যবান মতামত দিন: