শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


নিজেকে আফগান প্রেসিডেন্ট ঘোষণা করলেন সালেহ


প্রকাশিত:
১৮ আগস্ট ২০২১ ০৩:৪৩

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৫:৪৫

 আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। ফাইল ছবি

রাজধানী কাবুলসহ বেশিরভাগ প্রদেশ তালেবানের দখলে যাওয়ার দুই দিন পর আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নিজেকে দেশের ‘বৈধ ও সাংবিধানিক’ প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন।

কাবুলের উত্তরপূর্বের পাঞ্জশির উপত্যকায় আত্মগোপনে চলে যাওয়া এই ভাইস প্রেসিডেন্ট আজ মঙ্গলবার নিজেকে দেশের তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন।

টুইটারে দেওয়া বার্তায় আমরুল্লাহ সালেহ বলেছেন, ‘আফগানিস্তানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অনুপস্থিতি, পলায়ন অথবা মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্ট দেশের তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। বর্তমানে আমি দেশের ভেতরে আছি এবং আমিই দেশের একমাত্র বৈধ তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট। আমি সব নেতার সমর্থন এবং সহায়তা পাওয়ার জন্য তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।’

তালেবানের কাবুল দখল এবং প্রেসিডেন্ট আশরাফ গনির দেশ থেকে পালিয়ে যাওয়ার মাধ্যমে আফগান সরকারের পতন হয়। গনি নেতৃত্বাধীন সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর দেশ ছাড়ার গুঞ্জন উঠলেও অপর এক টুইট বার্তায় কাবুলের উত্তরপূর্বের পাঞ্জশির উপত্যকায় আত্মগোপনে আছেন বলে নিশ্চিত করেন।

টুইটে তিনি কখনোই তালেবানের কাছে মাথানত করবেন না বলে হুঙ্কার দিয়ে বিদ্রোহী এই গোষ্ঠীকে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top