শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


দক্ষিণ আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ২৮


প্রকাশিত:
১৮ আগস্ট ২০২১ ১৫:৩২

আপডেট:
১৮ আগস্ট ২০২১ ২৩:১৫

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী একটি দোতলা বাস খাদে পড়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জন নারী, পাঁচজন শিশু ও তিনজন পুরুষ।

এ দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম এসএবিসি নিউজ।

দেশটির প্রাদেশিক পরিবহন দপ্তর সূত্রের বরাতে গণমাধ্যমটি জানায়, সোমবার বাসটি ৬০ জনের মতো যাত্রী নিয়ে কেপটাউন থেকে মথাথা নামক এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে ইস্টার্নকেপ এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হয়।

দেশটির পরিবহন দপ্তরের প্রাদেশিক মুখপাত্র উনাথি বিনকোস বলেন, ‘ভয়াবহ এ দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। স্বজন ও প্রিয়জন হারানোদের প্রতি সমবেদনা জানাচ্ছি। মৃতদের শনাক্ত করতে পরিবারের সহযোগিতা চাচ্ছি। শনাক্ত হলেই মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হবে।’

তিনি জানান, এ দুর্ঘটনায় আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পূর্ব লন্ডনের হাসপাতালে পাঠানো হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top