মার্কিন নাগরিকদের দ্রুত কাবুল বিমানবন্দরের গেট ত্যাগের নির্দেশ
প্রকাশিত:
২৮ আগস্ট ২০২১ ১৭:৪৮
আপডেট:
২৮ আগস্ট ২০২১ ১৯:১৭

মার্কিন নাগরিকদের আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের গেটগুলো দ্রুত ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে এ নির্দেশনা জারি করা হয়।
দূতাবাসের ওই সতর্কতায় মার্কিন নাগরিকদের বিমানবন্দরের অ্যাবে গেট, পূর্ব গেট, উত্তর গেট ও নতুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়সংলগ্ন গেট থেকে দ্রুত সরে যেতে বলা হয়েছে। এতে বলা হয়, 'নিরাপত্তাজনিত হুমকির কারণে আমরা মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর ও গেটগুলো এড়িয়ে চলার নির্দেশনা দিচ্ছি।' খবর বার্তা সংস্থা এএফপির
তবে বিমানবন্দরে কী ধরনের হুমকি রয়েছে, দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, কাবুলে বিমানবন্দর এলাকায় মার্কিন নাগরিক ও সহযোগী আফগানরা এখনো হামলার ঝুঁকিতে রয়েছেন।
এর আগে বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে দুটি আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ এই বিস্ফোরণে ১৩ মার্কিন সেনাসহ অন্তত ১৭৫ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছেন। এ হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের খোরাসান প্রভিন্স (আইএস-কে) শাখা।
৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সব সৈন্য প্রত্যাহার করা হবে। এই সময়সীমার মধ্যে দেশটিতে অবস্থান করা বিদেশি নাগরিক ও মার্কিন নেতৃত্বাধীন বাহিনীকে সহায়তা করা আফগানদের দেশটির বাইরে নিরাপদে নিয়ে যাওয়া হবে। এই লক্ষ্যে শেষ মুহূর্তের কাজ করছে পশ্চিমা অন্যান্য দেশও।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: