রবিবার, ১৬ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


আজ ফিরছেন আফগানিস্তানে আটকে পড়া ১৫ বাংলাদেশি


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২১ ১৭:৩৯

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ১০:০৭

ফাইল ছবি

আফগানিস্তানে আটকে পড়া ১৫ জন বাংলাদেশি নাগরিকদের আজ দেশে ফিরিয়ে আনা হচ্ছে। কাবুল থেকে রওনা দিয়ে বর্তমানে তারা কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন।

মঙ্গলবার (৩১ আগস্ট) দোহা থেকে ভাড়া করা একটি ফ্লাইটে তারা বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন আফগান ওয়্যারলেসে কর্মরত প্রকৌশলী রাজীব বিন ইসলাম।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকার সম্ভাব্য সব ধরনের ব্যবস্থার জন্য যোগাযোগ করে চলছে।

প্রসঙ্গত, আফগান ওয়্যারলেসে কর্মরত ছয় বাংলাদেশি মার্কিন বাহিনীর সহায়তায় শুক্রবার দোহায় পৌঁছান। শনিবার পৌঁছান আরও ছয়জন। তারও আগে দোহায় পৌঁছেছিলেন আরও তিন জন। সব মিলিয়ে কাবুল থেকে যাওয়া ১৫ বাংলাদেশি বর্তমানে দোহায় অবস্থান করছেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top