রবিবার, ১৬ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


সন্ত্রাস দমনে তালেবানের সঙ্গে কাজ করতে পারে যুক্তরাষ্ট্র: মার্কিন জেনারেল


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২১ ১৯:২১

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ১৫:৩৪

জেনারেল মার্ক মিলি। ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের এক শীর্ষ জেনারেল জেন মার্ক মিলি জানিয়েছেন, ভবিষ্যতে সন্ত্রাস দমনে তালেবানের সঙ্গে সমন্বয় করা হতে পারে। তিনি তালেবানকে নির্দয় হিসেবে বর্ণনা করে বলেন, তারা পরিবর্তিত হবে কিনা তা স্পষ্ট নয়।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, বুধবার (১ সেপ্টেম্বর) একটি সংবাদ সম্মেলন করেছেন জেনারেল মিলি এবং মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। সেনারা আফগানিস্তান ত্যাগ করার পর এই প্রথম তারা প্রকাশ্য মন্তব্য করলেন।

অস্টিন জানান, ভবিষ্যতে তালেবানদের সঙ্গে সমন্বয়ের বিষয়ে কোন ভবিষ্যদ্বাণী করতে চান না তিনি। তবে আইএসকে নামের জঙ্গিগোষ্ঠিটিকে পর্যবেক্ষণ করতে এবং তাদের নেটওয়ার্ক বুঝতে সম্ভাব্য সবকিছুই কর্মকর্তারা করবেন বলেও মন্তব্য করেন অস্টিন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top