রবিবার, ১৬ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১৪, আহত ১২


প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২১ ০০:১৯

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ২৩:২৮

ছবি: সংগৃহীত

ইরানের পশ্চিমাঞ্চলের কুর্দিস্তান প্রদেশের পার্বত্য এলাকা মারিভান থেকে কামিয়ারান যাওয়ার পথে একটি মিনিবাস খাদে পড়ে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। খবর এনডিটিভি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, এই দুর্ঘটনাটি ঘটেছে চালকের ভুলের কারণে। এ ঘটনায় ১৪ জন নিহত এবং ১২ জন বাস যাত্রী আহত হন।

তবে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা আইএসএনএর খবরে বলা হয়েছে, ওই দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন এবং ১২ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, সাধারণত ইরানের যোগাযোগ ব্যবস্থা ভালো। তবে বিশ্বের যে সব দেশে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে ইরান তাদের মধ্যে অন্যতম। ইরানে বেশির ভাগ সড়ক দুর্ঘটনাই ঘটে খারাপ ড্রাইভিং এবং যান্ত্রিক ত্রুটির কারণে। সূত্র : এএফপি, এনডিটিভি


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top