তুরস্কের ড্রোন কিনছে ইউক্রেন
প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২১ ১৭:০৮
আপডেট:
১৭ মার্চ ২০২৫ ২১:৫৯

তুরস্কের কাছ থেকে অত্যাধুনিক বায়রাকতার টিবি-২ ড্রোন ও সামরিক যান কিনছে ইউক্রেন।
২০২১-২২ সালের মধ্যে ২৪টিরও বেশি বায়রাকতার ড্রোন ক্রয়ের পরিকল্পনা করেছে ইউক্রেন। খবর আনাদোলুর।
ইউক্রেনের সেনাবাহিনী রোববার এ তথ্য জানিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ভেলেরিয়ে জালুজনি রোববার গণমাধ্যমকে জানান, তুরস্কের কাছ থেকে বায়রাকতার টিবি-২ (টেকনিক্যাল ব্লক-২) মানুষ্যবিহীন অত্যাধুনিক ড্রোন কিনছে ইউক্রেন।
বর্তমানে দেশটিতে ১২টি বায়রাকতার ড্রোন রয়েছে। এগুলো ইউক্রেন বিমানবাহিনী ও নৌবাহিনী ব্যবহার করছে।
ভবিষ্যতে নিজেদের প্রয়োজনে এ ধরনের ড্রোন নিজেরাই তৈরি করবে বলে ইউক্রেনের সেনাপ্রধান ঘোষণা দেন।
ভেলেরিয়ে জালুজনি আরও বলেন, তুরস্ক থেকে শুধু এসব অত্যাধুনিক ড্রোন কিনলেই হবে না, এগুলো যথাযথভাবে চালনাও শিখতে হবে।
তুরস্কের কাছ থেকে ২০১৯ সালে প্রথমে ৬টি বায়রাকতার ড্রোন ক্রয় করে ইউক্রেন। তুরস্কের সেনাবাহিনী ২০১৪ সাল থেকে অত্যাধুনিক এ ড্রোন ব্যবহার করছে।
তুরস্ক ছাড়া এ ড্রোনটি ব্যবহার করছে ইউক্রেন, কাতার ও আজারবাইজান।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: