মঙ্গলবার, ১৮ই মার্চ ২০২৫, ৪ঠা চৈত্র ১৪৩১


বন্ধুর প্রেমিকাকে বিয়ে করতে বন্ধুকেই হত্যা!


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২১ ২২:০৫

আপডেট:
১৮ মার্চ ২০২৫ ১০:৫৮

ফাইল ছবি

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে ছয় মাস আগের খুনের এই রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।

পুলিশ বলছে, প্রেমঘটিত কারণেই বন্ধুর হাতে খুন হয়েছিলেন ওই যুবক।

নিহত ওই যুবকের নাম নাসিম। তিনি মেরঠ জেলার কিথোরে শহরের বাসিন্দা। হিনা নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। হিনার সঙ্গে গড়মুক্তেশ্বরে ভাড়া বাড়িতে থাকতেন তিনি।

পুলিশ জানায়, ১৭ মার্চ থেকে নিখোঁজ হয়ে যান নাসিম। এর দিন কয়েক পর তার দেহ উদ্ধার হয় আমরোহা জেলার ধানোরা মান্ডি এলাকায়। ২৩ মার্চ নাসিমের পরিবারের লোক কিথোরে থানায় অভিযোগ করেন। এরপরই তদন্তে নামে পুলিশ।

পুলিশ আরও জানায়, নাসিম ও হিনা যেখানে থাকতেন, সেখানে নিয়মিত যাতায়াত ছিল দানিশের। দানিশ নাসিমের বন্ধু। কিন্তু হিনার সঙ্গেও সম্পর্ক গড়ে ওঠে দানিশের। যা নিয়ে নাসিমের সঙ্গে তর্ক হয়েছিল।

এরপরই নাসিমকে খুন করে সে। পরে হিনার সঙ্গে গড়মুক্তেশ্বের থাকতে শুরু করে। পুলিশের কাছে খুনের কথা স্বীকারও করেছেন অভিযুক্ত। পুলিশ দানিশ ও হিনাকে গ্রেফতার করেছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top