দিল্লির আদালত কক্ষে গোলাগুলির ঘটনায় নিহত ৩
প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২১ ২২:৫৪
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৭:৩২

ভারতের রাজধানী দিল্লির আদালত কক্ষের মধ্যে শুক্রবার দুপুরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে।
শুক্রবার দিল্লির কুখ্যাত দুষ্কৃতিকারী জিতেন্দ্র গোগিকে উত্তর দিল্লির রোহিনিতে আদালতে আনা হয়েছিল। তাকে হত্যা করতে বিরোধী গোষ্ঠীর দুষ্কৃতিকারীরা আইনজীবীদের পোশাক পরে আদালত কক্ষে প্রবেশ করে। দুষ্কৃতিকারীদের হামলায় গোগি নিহত হয়েছে।
পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২ জন নিহত হয়। ধারণা করা হচ্ছে এরা গোগিকে হত্যা করতে আসা দুষ্কৃতিকারী। কুখ্যাত দুষ্কৃতী গোগির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত এপ্রিলে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ।
আপনার মূল্যবান মতামত দিন: