বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৫৬৯০ জনের মৃত্যু
প্রকাশিত:
৩ অক্টোবর ২০২১ ১৬:৫৯
আপডেট:
৩ অক্টোবর ২০২১ ২৩:১৪

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৫ হাজার ৬৯০ জন মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৯ হাজার ৭৪২ জনের।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, রোববার (৩ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ লাখ ১১ হাজার ৫৬৩ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ৫৪ লাখ ১৭ হাজার ৪ জনের। সুস্থ হয়েছেন ২১ কোটি ২২ লাখ ২৬ হাজার ৭২০ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৪৪ লাখ ৯০ হাজার ৮৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ১৯ হাজার ৬৭৪ জন মানুষ মারা গেছেন।
এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ১২ হাজার ৫৫৯ জনের। মারা গেছেন ৪ লাখ ৪৮ হাজার ৮৪৬ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৫৫৫ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জন। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জন।
আপনার মূল্যবান মতামত দিন: