বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৭৬১১ মানুষের মৃত্যু
প্রকাশিত:
৯ অক্টোবর ২০২১ ১৬:২৮
আপডেট:
৯ অক্টোবর ২০২১ ১৮:৩৭

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে বিশ্বে গত ২৪ ঘন্টায় আরও ৭ হাজার ৬১১ জন মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৯১২ জনের।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, শনিবার (৯ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ লাখ ৫৭ হাজার ৩৭০ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ৭৯ লাখ ৯৫ হাজার ৭৫ জনের। সুস্থ হয়েছেন ২১ কোটি ৫১ লাখ ৩২ হাজার ২৬৬ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৫১ লাখ ৩৫ হাজার ৬২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৩২ হাজার ৪৭৭ জন মানুষ মারা গেছেন।
এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৩৪ হাজার ৩৩৫ জনের। মারা গেছেন ৪ লাখ ৫০ হাজার ৪০৮ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৬৫৪ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জন। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ২২ হাজার ৫৯১ জন।
আপনার মূল্যবান মতামত দিন: