হাসপাতালে ভর্তি মনমোহন সিং
প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২১ ০৭:১৮
আপডেট:
১৪ অক্টোবর ২০২১ ১৮:৫৪

হৃদযন্ত্রের সমস্যার কারণে বুকে ব্যাথা নিয়ে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় আবারও দিল্লির ‘অল ইন্ডিয় ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস’ হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের হৃদরোগ বিভাগে (কার্ডিওলজি ওয়ার্ড) রাখা হয়েছে মনমোহনকে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। তার জ্বর এবং দুর্বলতা জনিত সমস্যাও রয়েছে।
২০২০ সালের মে মাসেও বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মনমোহন। বেশ কিছু দিন চিকিৎসাধীনও ছিলেন তিনি। চলতি বছরের এপ্রিলে করোনা সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল মনমোহনকে।
সম্পর্কিত বিষয়:
অল ইন্ডিয় ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে ভর্তি ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং
আপনার মূল্যবান মতামত দিন: