নিউইয়র্কে ছুরিকাঘাতে বাংলাদেশি ফুড ডেলিভারি ম্যান নিহত
প্রকাশিত:
১৭ অক্টোবর ২০২১ ১৭:৪৩
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১১:৫৭

নিউইয়র্কের ম্যানহাটনে ফুড ডেলিভারি করতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় প্রবাসীকে ছুরিকাঘাত করে তার মোটরসাইকেলটি ছিনতাই করা হয়।
পুলিশ জানিয়েছে, স্থানীয় রুজভেল্ট পার্কের কাছে লোয়েস্ট ইস্ট সাইডের হেস্টার স্ট্রিটে ওইদিন প্রায় ১টা ৫০ মিনিটের দিকে একজন ৫১ বছর বয়সী ব্যক্তিকে মুখে রক্ত ও পেটে ছুরিকাঘাত করা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।
এদিকে তদন্তের স্বার্থে ম্যানহাটনে এফডিআর পার্ক বন্ধ করে দিয়েছে পুলিশ। এরই মধ্যে পার্ক থেকে খুনের আলামত উদ্ধার করা হয়েছে। গোয়েন্দারা সন্দেহভাজনকে খুঁজছেন। খবর- এবিসি নিউজ।
আপনার মূল্যবান মতামত দিন: