তরুণীর পেটে ৬ কেজি চুল!
প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২১ ০৩:০১
আপডেট:
২ নভেম্বর ২০২১ ০৩:৩২

জর্ডানে ট্রাইকোটিলোম্যানিয়া নামের মানসিক ব্যাধিতে আক্রান্ত এক তরুণীর পেট থেকে ৬ কেজির বেশি চুল অপসারণ করেছেন চিকিৎসকেরা। খবর- গালফ নিউজ।
এ বিষয়ে জর্ডানের আল বশির হাসপাতালের মহাপরিচালক ড. আলি আল আবদাল্লাত বলেন, ২০ বছর বয়সী তরুণীটি ট্রাইকোটিলোম্যানিয়া নামের মানসিক ব্যাধিতে ভুগছে। এই রোগে মাথার চুল, ভ্রু বা আপনার শরীরের অন্যান্য জায়গা থেকে চুল ছিঁড়তে থাকে।
কয়েক দিন আগে পেটে তীব্র ব্যথা নিয়ে জরুরি বিভাগে ভর্তি হন ওই তরুণী। সে কোনো কিছুই খেতে পারছিল না। এতে গত বছর তাঁর ওজন ৬ কেজি কমে যায়।
ওই তরুণী জানিয়েছেন, গুরুতর মানসিক চাপের মধ্যে পড়েছিল এবং প্রচুর পরিমাণে চুল খেয়েছিলেন তিনি। এক্স-রে ছবিতে তাঁর পেটে চুলের একটি বড় স্তূপ, যা পাচনতন্ত্রকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিল।
আপনার মূল্যবান মতামত দিন: